অবরোধ ও হরতালে ১৪ দিনে পোল্ট্রি শিল্পের ক্ষতি ২৫৬ কোটি টাকা

ছবি - সংগ্রহীতঢাকা: বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতালের নামে চলমান রাজনৈতিক অস্থিরতায় গত ১৪ দিনে দেশের পোল্ট্রি শিল্পের প্রায় ২৫৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) আহবায়ক মসিউর রহমান আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘চলমান রাজনৈতিক অস্থিরতায় পোল্ট্রি শিল্প সংকট’ শীর্ষক মিট দ্য প্রেসে এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে মসিউর রহমান বলেন, বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতালের নামে এই ধরনের কর্মসূচি চলতে থাকলে এই ক্ষতির পরিমাণ আরো বাড়বে। এর সঙ্গে যানবাহন এবং আনুষঙ্গিক ক্ষতিসহ গত ১৪ দিনে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৫শ’ থেকে ৬শ’ কোটি টাকা।

সভায় উপস্থিত ছিলেন- ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি ফজলে রাব্বি খান, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ড. এম এম খান প্রমুখ।

মসিউর রহমান বলেন, পোল্ট্রি শিল্প অন্যান্য শিল্প থেকে আলাদা। চাইলেই উৎপাদন বন্ধ রাখা যায় না। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ডিম এবং এক হাজার ৭০০ মেট্রিক টন মুরগির মাংস উৎপাদন হয়।

তিনি বলেন, প্রতি সপ্তাহে একদিন বয়সী বাচ্চা উৎপাদিত হয়, প্রায় এক কোটি ১০ লাখ। কিন্তু অবরোধ-হরতালে এসব মুরগির ডিম, বাচ্চা ও মাংস সরবরাহ করা যাচ্ছে না। ফলে, ভয়াবহ আর্থিক ক্ষতিতে পড়েছেন এ খাতে নিয়োজিত মালিক-শ্রমিক ও তাদের পরিবার-পরিজনেরা।

গত ১৪ দিনে প্রায় সাড়ে ৮ কোটি ডিম, সাত হাজার মেট্রিক টন মুরগির মাংস এবং ৯৯ লাখ একদিন বয়সী মুরগির বাচ্চা বাজারজাত করা সম্ভব হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, শুধু ডিম উৎপাদনকারী খামারিদের ৪৭ কোটি টাকা, মুরগির মাংস উৎপাদন খাতে ৭৯ কোটি টাকা এবং একদিন বয়সী বাচ্চা উৎপাদন খাতে ৩৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।


নিউজ বিভাগের আরো খবর...
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
নভোএয়ারে ২,৯৯৯ টাকায় রাজশাহীতে নভোএয়ারে ২,৯৯৯ টাকায় রাজশাহীতে
ভ্রমণে গণমাধ্যমকর্মী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ছাড় ইউনাইটেড এয়ারওয়েজে ভ্রমণে গণমাধ্যমকর্মী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ছাড় ইউনাইটেড এয়ারওয়েজে
দেশব্যাপী শিল্প ছড়াতে হবে: মতলুব দেশব্যাপী শিল্প ছড়াতে হবে: মতলুব
বাংলাদেশে গো-মাংস বন্ধের ‘মাশুল’ ৩৯ হাজার কোটি টাকা বাংলাদেশে গো-মাংস বন্ধের ‘মাশুল’ ৩৯ হাজার কোটি টাকা
মঞ্জুর হোসেনকে রূপালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ মঞ্জুর হোসেনকে রূপালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
৫০০ কোটি টাকার সোনা উদ্ধার ৫০০ কোটি টাকার সোনা উদ্ধার
পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড
বাণিজ্য মেলায় ৯৫ কোটি টাকার রপ্তানি আদেশ বাণিজ্য মেলায় ৯৫ কোটি টাকার রপ্তানি আদেশ

অবরোধ ও হরতালে ১৪ দিনে পোল্ট্রি শিল্পের ক্ষতি ২৫৬ কোটি টাকা
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet