চলমান সহিংসতা বন্ধে দেশে সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রতিমন্ত্রী বলেন, ‘এখনই সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। আপাতত র্যাব, পুলিশ ও বিজিবিই যথেষ্ট বলে মনে করছি।’
নির্বাচনের প্রথম বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন বিএনপি প্রধান খালেদা জিয়া।
গত ১৩ দিন ধরে অবরোধের মধ্যে গাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনায় দগ্ধ হয়ে এ পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ।
জাতিসংঘের পক্ষ থেকেও এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে সব দলের প্রতি।
এই পরিস্থিতিতে যৌথবাহিনীর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘যৌথবাহিনী বলতে আপনারা যদি সেনাবাহিনীকে বোঝান তাহলে আমি বলব- না। প্রশ্নই আসে না। এখনই সেনাবাহিনী নামানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আপাতত র্যাব, পুলিশ ও বিজিবিই যথেষ্ট।’
বিএনপি জোটের বর্তমান আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘এখন যা চলছে তা আন্দোলন নয়, এটা চোরাগোপ্তা হামলা। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যতদূর সম্ভব আমরা রাস্তাঘাটের নিরাপত্তাবিধান করতে সক্ষম হয়েছি।’
পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘গতকালও (শনিবার) পুলিশের ওপর হামলা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।’
আসাদুজ্জামান খান আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা সজাগ রয়েছেন। পরিবহন সেক্টর থেকে শুরু করে সমস্ত মানুষের জানমাল নিরাপদ রাখার জন্য অত্যন্ত আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে দিন-রাত কাজ করে যাচ্ছেন তারা। আপনারা দেখবেন, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, ইজতেমার পরে তারা (আন্দোলনকারীরা) আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। বিষয়টি দেখা হচ্ছে, যাতে তারা সে রকম কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে।’
‘রাজধানীর টেকনিক্যাল মোড়ে বাসে আগুন দেওয়ার সময় এক পিকেটারকে সাধারণ জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে’ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, সামনের দিনে জনগণই এভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের হাতে তুলে দেবে। পাশাপাশি আমাদের পুলিশ, র্যাব ও বিজিবি তো আছেই।’