রাজধানীর যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ‘প্রধান সমন্বয়ক’কে তার তিন সহযোগীসহ আটক করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘তাদের কাছ থেকে জিহাদি লিফলেট ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।’
আটককৃতরা হলেন- সাখাওয়াতুল কবির, আনোয়ার হোসেন বাতেন, রবিউল ইসলাম ও নজরুল ইসলাম।
গোয়েন্দ পুলিশের পরিদর্শক মো. আবু জাফর জানান, সাখাওয়াতের ভায়রা শামীম ও বাতেনের ভগ্নিপতি সায়েম পাকিস্তানে থাকতেন এবং তারা দুজনেই আইএসের সঙ্গে জড়িত ছিলেন।
‘তারাই বাংলাদেশে সাখাওয়াতকে সংগঠনের সমন্বয়কের দায়িত্ব দিয়েছে। সাখাওয়াত পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশে যাতায়াত করেছেন।’
সম্প্রতি পাকিস্তানে জঙ্গিবিরোধী এক অভিযানে শামীম ও সায়েম নিহত হন বলে জানান উপ কমিশনার মাসুদুর রহমান।