রাঁধুনীরা এবার কোমর বেঁধে নেমে পড়ুন। খুন্তি কড়াই নিয়ে প্রস্তুত হয়ে যান রান্নার লড়াইয়ে যোগ দিতে।
প্রথন বারের সাফল্যের পর শুরু হয়ে গেছে ‘রূপচাঁদা-ডেইলি স্টার সুপার শেফ-২০১৫‘ প্রতিযোগিতার দ্বিতীয়বারের আসর। আঞ্চলিক পর্বে রান্না করে নিয়ে আসা খাবারের বিচার ও জাতীয় পর্যায়ে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন করা হবে সুপার শেফ।
গত বুধবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারের বিইওএল ও ডেইলিস্টারের যৌথ আয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে শুরু হয় এর কার্যক্রম।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা ০৬৯১২৭৭৭৮৮৮ নম্বরে ফোন করে নিবন্ধন করতে পারবেন। অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমেও নিবন্ধন করতে চাইলে ক্লিক করতে হবে https://www.facebook.com/RupchandaDailyStarSuperChef2015/app_190322544333196 এই লিংকে।
এ বছর চ্যাম্পিয়নের জন্য থাকছে ১০ লাখ টাকা পুরস্কার। প্রথম রানারআপের জন্য ৫ লাখ এবং দ্বিতীয় ও তৃতীয় রানার আপের জন্য থাকছে ২ লাখ টাকা পুরস্কার। রান্নার এ রিয়েলিটি শো এনটিভিতে প্রচারিত হবে প্রতি রবিবার রাত ৯টায়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বিইওএল গ্রুপের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান, এনটিভির হেড অব প্রোগ্রাম মোস্তাফা কামাল সাঈদ, প্রতিযোগিতার বিচারক শাহেদা ইয়াসমিনসহ আরও অনেকে।