এবার কাদের ও হৃদয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে আহত শাহরিয়ার হৃদয়২০ দলীয় জোটের অবরোধে বোমা বিস্ফোরণে গুরুতর আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আবদুল কাদের মিয়া ও ফেনী সরকারি পাইলট হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার হৃদয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন বলেন, ম্যাজিস্ট্রেট আবদুল কাদের ও শাহরিয়ার হৃদয়ের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেলিনকে নির্দেশ দিয়েছেন। তারা ফেনী শহরে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোট আহুত অবরোধকালে বোমায় গুরুতর আহত হন।

শাহরিয়ার হৃদয় ফেনীর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব।

ম্যাজিস্ট্রেট আবদুল কাদের মিয়া ইতোমধ্যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আশরাফুল আলম খোকন বলেন, চিকিৎসার জন্য প্রয়োজনে আহতদের বিদেশ নেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
এর আগে রোববার শাহরিয়ার হৃদয়ের সঙ্গে ককটেলে আহত মিনহাজুল ইসসলাম অনিকেরও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসার জন্য অনিককেও বিদেশ পাঠাতে বলেছেন তিনি।

৯ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে বিজিবির একটি টহল দলের সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের মিয়া। তাদের গাড়ি শহরের এসএসকে সড়কের জহিরিয়া মসজিদের কাছে পৌঁছলে সেখানে অবরোধকারীরা গাড়ি লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করে। এতে ম্যাজিষ্ট্রেট আবদুল কাদের মিয়া গুরুতর আহত হন।

এদিকে ৫ জানুয়ারি সোমবার বিকেলে ফেনী শহরের খেজুর চত্বরে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে ফেনী সরকারি পাইলট হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিক (১৫) ও শাহরিয়ার হৃদয় (১৬) গুরুতর আহত হন। তারা প্রাইভেট পড়া শেষে রিক্সায় বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অনিক ও হৃদয়ের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


শীর্ষ খবর বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি
নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান
প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
বাংলাদেশের পর্যটন খাতে  শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

এবার কাদের ও হৃদয়ের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet