ওবামা থাকাকালীন প্রজাতন্ত্র দিবসের মঞ্চের পাশের উঁচু বাড়ি গুলিতে পাহারা দিতে আমেরিকার বিশেষ স্নাইপার বন্দুকধারীদের মোতায়নের দাবি বাতিল করল ভারত।
ক্যামেরা, মাথার ওপর বিমানের পর এবার স্নাইপার মোতায়েন। প্রতিদিন তালিকা দীর্ঘতর হচ্ছে ওবামাকে ঘিরে। হোয়াইট হাউস তরফে দাবী করা হয়েছিল যতক্ষণ ওবামা মঞ্চে থাকবেন ততক্ষণ নিরাপত্তার জন্যে স্নাইপার বন্দুকধারী বাহিনী মোতায়েন করা হোক।
তবে কার্যত সেই চাহিদা বাতিল করে দেওয়া হয়েছে ভারতের তরফে।
আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওবামা। বিশ্বের সবথেকে নিরাপদ রাষ্ট্র প্রধানের জন্যে করা হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।