আগামী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ সংসদে সরকারি দলের মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আরও বলেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের অবশিষ্ট জনগণকে দ্রুত বিদ্যুৎ সুবিধার আওতায় আনার জন্য ২০১০ সালে প্রণীত পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে সকল নাগরিকের জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা সম্ভবপর হবে বলে আশা করা যায়।