নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পুরস্কার দেওয়ার উদ্যোগের কথা জানানোর পর সরকারের তরফ থেকে এ ঘোষণা এল।
২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডাকার পর থেকেই সারা দেশে বোমাবাজি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গত ১৫ দিনে নাশকতা ও সহিংসতায় প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আমির হোসেন আমু বলেন, ‘জনসাধারণ এই দুস্কৃতিদের ধরি দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’
তিনি জানান, গত কয়েক দিনে নাশকতার আশঙ্কায় সারাদেশে সাত হাজার ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
‘তাদের সবাইকে ধরা হয়েছে নাশকতার ঘটনাস্থল থেকে। অথচ কোনো কোনো নেতানেত্রী বলে যান, তাদের লোক এই নাশকতা করছেন না।’
আমু জানান, মঙ্গলবার রাতেও ঢাকা মহানগর থেকে ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ১৩৪ জন বিএনপির, বাকিরা জামায়াত-শিবির কর্মীরা।
“এতেই প্রমাণ হয় খালেদা জিয়া মিথ্যা বলছেন। পেট্রোল বোমা মেরে দাবি আদায় করা যায় না।”
বিএনপি জোটের অবরোধে নাশকতা ঠেকাতে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটিকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।