বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোলবোমা হামলায় অগ্নিদগ্ধদের আর্থিক সহায়তা দিয়েছেন। মঙ্গলবার সকালে সংগঠনটির নেতারা বার্ন ইউনিটে গিয়ে সেখানে চিকিৎসাধীন ১৬ জনকে আর্থিক সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, সহ-সভাপতি মোবারক আলী শিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও বার্ন ইউনিটের প্রধান ড. সামন্ত লাল সেনসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতারা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আগে পেট্রোলবোমা হামলায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা ৫০ জনকে আর্থিক সহায়তা দেয়।