ঢাকা: রাজধানীর লালবাগে বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত ছাত্রদল নেতা
মাহবুবুর রহমান
মাহবুবুর রহমান বাপ্পী (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মারা যান তিনি।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, নিউমার্কেট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাপ্পী সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বাপ্পীর বাবার নাম আব্দুল মান্নান। লালবাগের ঢাকেশ্বরী রোডের ৩১/২ বাসায় বড় বোনের সঙ্গে ভাড়া থাকতেন বাপ্পী। এ বাসাতেই বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বোমা বানাতে গিয়ে বাপ্পীসহ তিন জন আহত হন।
বিস্ফোরণে বাপ্পীর ডান হাতের কব্জি উড়ে যায় এবং তার সারা শরীর ঝলসে যায়। আহত অপর দুজন হলেন বাপ্পীর ভাগনি হ্যাপী আক্তার (১৩) ও ওই বাড়িতে বেড়াতে আসা শিশু রিপন (৬)।
লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দীন আহমেদ জানান, ‘বিছানায় বসে বোমা বানাচ্ছিল, এ বিষয়ে আমরা নিশ্চিত। বিছানার যে অংশে বিস্ফোরণটা ঘটেছে ওই অংশ খাটসহ ভেঙে পড়েছে।’
বিস্ফোরণে আহত হ্যাপীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অপরদিকে রিপনকে পাঠানো হয়েছে আগারগাঁও চক্ষু হাসপাতালে।