আম্মান থেকে বিমানে নিউইয়র্ক যাওয়ার পথে আটলান্টিকের ওপর এক কন্যা সন্তানের জন্ম দিলেন এক জর্ডানী নারী। নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়া কন্যাশিশুটি সুস্থ রয়েছে।
রয়াল জর্ডানিয়ান ফ্লাইট ২৬১ নিউইয়র্কে অবতরণের চার ঘন্টা আগে এ ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, বিমানে ৩৩ বছর বয়সী ওই মহিলার প্রসব বেদনা উঠলে অপর দুই যাত্রী তার সহায়তায় এগিয়ে যান। এদের একজন চিকিৎসক ও অপরজন নার্স, যারা ওই ফ্লাইটেই নিউইয়র্ক যাচ্ছিলেন।
বিমানবন্দর কর্মকর্তারা জানান, নিউইয়র্ক সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে টুইন জেট বোয়িং ড্রিমলাইনার বিমানটি যখন আটলান্টিক মহাসাগরের ওপর ছিল তখন শিশুটি ভূমিষ্ঠ হয়।
রয়াল জর্ডানিয়ান কর্তৃপক্ষ জানায়, বিমানটির ক্যাপ্টেন কানাডায় বিমানটির জরুরি অবতরণ করতে যাচ্ছিলেন। কিন্তু কোন ধরনের সমস্যা ছাড়াই স্বাভাবিকভাবে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর তিনি নিউইয়র্কে বিমানটির যাত্রা অব্যাহত রাখেন।
বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে এবং এই ঘটনায় বিমানের দিক পরিবর্তন করার প্রয়োজন হয়নি।’
বিমান কর্তৃপক্ষ আরও জানায়, ‘মহিলাটি ছিল ৩১ সপ্তাহের গর্ভবতী এবং তাদের নীতিতে ৩৬সপ্তাহের পূর্বে কোন গর্ভবতী মা তাদের বিমানে চড়তে পারবে।’
নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট কর্তৃপক্ষের মুখপাত্র জো পেন্টাঙ্গেল জানান, ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটির ওজন ছিল ৬ পাউন্ডের (২.৭ কিলোগ্রাম) বেশি।
‘মহিলাটি জর্ডানের নাগরিক এবং তিনি সম্ভবত একাই নিউইয়র্ক যাচ্ছিলেন।’ আরও জানান পেন্টাঙ্গেলো।