সৌদির বাদশাহ হিসাবে সালমান বিন আবদুলআজিজ আল সৌদ প্রথম টেলিভিশন ভাষণে বলেছেন, “তিনি তার পূর্বসুরী প্রয়াত বাদশাহ আবদুল্লাহর নীতিই অনুসরণ করবেন।”
বেশ কিছুদিনের অসুস্থতার পর শুক্রবার মারা যান বাদশাহ আবদুল্লাহ।
নতুন বাদশাহ সালমান মুসলিম আরব দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন।
তিনি ক্ষমতাসীন হবার পর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় কোন পরিবর্তন আনেনি।
তবে তিনি নিজে বাদশাহ হবার আগে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাতে তার পুত্র মোহাম্মদ বিন সালমান নিযুক্ত হচ্ছেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
অন্যদিকে বাদশা আবদুল্লাহ মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা এবং ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিন পেরেজ সহ বিভিন্ন দেশের নেতা শোকবার্তা পাঠিয়েছেন।
বাহরাইন ও জর্ডন ৪০ দিনের শোক পালনের কথা ঘোষণা করেছে।
সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ একই দিনে সৌদি আরবে যাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
তবে কিছু মানবাধিকার গ্রুপ সৌদি শাসকগোষ্ঠীর মানবাধিকার লংঘনের কথা উল্লেখ করে তাদের কড়া সমালোচনা করেছে।
একজন সৌদি নারী অধিকারকর্মী হালা আল-দোসারি বলেছেন, নারী অধিকারের জন্য সেখানে আরো অনেক কিছু করা উচিত ছিল।সুত্রঃ বিবিসি।