ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইপিইউ‘র ১৩১তম সাধারণ অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সনের পর বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠন আইপিইউ’র প্রেসিডেন্ট পদে জিতল বাংলাদেশ।
গত ৯ অক্টোবর সিপিএ চেয়ারপার্সন পদে ভোটে জেতেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সাবের হোসেন চৌধুরী নির্বাচনে ১৬৯টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার ব্রনউইন বিশপ পেয়েছেন ৯৫ ভোট। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
তিন বছর মেয়াদি আইপিইউ প্রেসিডেন্ট পদে ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেরের আরও দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন ইন্দোনেশিয়ার সংসদ সদস্য নুরহায়াতি আলী আসিগাফ ও মালদ্বীপের আইনসভার সাবেক স্পিকার আবদুল্লাহ শহীদ।
বর্তমানে এই সংস্থার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন মরক্কোর পার্লামেন্টের স্পিকার আবদেল ওয়াহাদ রাদি। তার কাছ থেকে দায়িত্ব নেবেন সাবের হোসেন চৌধুরী।
আইপিইউ সম্মেলনে স্পিকার শিরীন শারমিনের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধিদল যোগ দিয়েছেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলায়।
আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ মেয়াদে সাবের হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন তিনি।
২০০১ থেকে ২০০৯ পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিবের দায়িত্বও পালন করেন সাবের।
১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রথম সংসদে আসেন সাবের। গত নবম সংসদের সংসদ সদস্য ছিলেন তিনি। তখন তিনি বন ও পরিবেশ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।