ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক ও সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজ আল সউদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী আজ দুই পবিত্র মসজিদের নতুন তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের কাছে প্রেরিত এক শোক বার্তায় বলেন, “আমি বাংলাদেশের জনগণ, সরকার ও আমার পক্ষ থেকে আপনার মাধ্যমে আপনার এবং আপনার দেশের ভ্রাতৃপ্রতীম জনগণ ও সরকারের কাছে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজ আল সউদ-এর মৃত্যুতে আমাদের গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।”
আবদুল্লাহ বিন আবদুলআজিজ-এর পর যুবরাজ সালমান বিন আবদুলআজিজ আল সউদ সৌদি আরবের বাদশাহ নিযুক্ত হয়েছেন।
শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের জনগণ তাদের শোক জানাতে আমার সঙ্গে সামিল হয়ে সম্মানিত রাজ পরিবার ও সৌদি আরবের জনগণের দুঃখে শরিক হয়েছে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ তার একজন দরদী ভাই ও মহানুভব শুভাকাঙ্ক্ষী হারালো। মুসলিম উম্মাহ হারালো তার অভিভাবক এবং বিশ্ব হারালো একজন মহান নেতা। এ ক্ষতি অপূরণীয়।”
তিনি বলেন, “আমরা বাংলাদেশের জনগণ বাদশাহর মৃত্যুতে তাঁর জন্য মহান আল্লাহর কৃপা ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। সর্বশক্তিমান আল্লাহ শোকসন্তপ্ত সম্মানিত রাজ পরিবারের সদস্যবর্গ এবং সৌদি আরবের জনগণকে এই কষ্ট সংবরণের সাহস ও সংযম দান করুন।”
বাদশাহ আবদুল্লাহ ৯০ বছর বয়সে শুক্রবার সৌদি সময় দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেন।