টানা ১১দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) থেকে আবার নদীতে ফিরেছে জেলেরা। ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার নিষিদ্ধ ছিল।
এ সময়ের মধ্যে মাছ ধরা, জাল ফেলা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করা হয়। জেলেরা যাতে নদীতে মা ইলিশ শিকার করতে না পারে সে লক্ষ্যে মৎস্য বিভাগ দফায় দফায় নদীতে অভিযান পরিচালনা করে।
নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নতুন উদ্যোমে জেলেরা নদীতে বৃহস্পতিবার থেকে মাছ শিকার শুরু করেছে।