“খালেদার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার”

কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন তত্থমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া : চলমান সহিংসতায় বেগম খালেদা জিয়াকে আগুনে মানুষ পোড়ানোর আসামী উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার।”

শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার উস্কানিতে যেভাবে নির্বিচারে নারী, শিশু এবং সাধারণ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনা ঘটছে তা নির্মম পৈশাচিক, হৃদয়হীন। এটা ইদানিংকালের ইতিহাসে পৈশাচিত নির্মম ঘটনা। যা এর আগে কোনো সময়ই ঘটেনি। মানুষ পোড়ানোর দায়ে তাকে কারাগারে পাঠানোই হবে একমাত্র সমাধান।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আগুনে মানুষ পোড়ানোর আসামি বেগম খালেদা জিয়াকে রেখে বাংলাদেশ উন্নয়ন ও শান্তির পথে এগুবে না এবং বেগম খালেদা জিয়া হচ্ছে রাজনীতির শনি এবং দুষ্টগ্রহ সরকারের সমালোচনা করার আগে মানুষ পোড়ানোর দায়ে বেগম খলেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করার সিদ্ধান্ত নিতে হবে।’

‘আগুনে মানুষ পোড়ানো ঘটনা বন্ধ না করে বেগম খলেদা জিয়াকে গ্রেপ্তার না করার আবদার জাতির সঙ্গে রসিকতার শামিল।’ বলেও উল্লেখ করেন তিনি।

জাসদ সভাপতি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া ক্ষমতা পাগল। তিনি উন্মাদ হয়ে গেছেন। রাজাকার পাগল খালেদা জিয়া দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তিনি শিক্ষার্থীদের কথা ভাবেন না, মুসল্লিদের কথা ভাবেন না এবং তিনি দেশের মানুষের কথা ভাবেন না।’

ঢাকায় সাংবাদিকদের সঙ্গে বৈঠকের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন- ‘এটি নিয়মিত বৈঠকের অংশ। এ বৈঠক থেকে নাশকতা বন্ধে গণমাধ্যমের সহযোগীতা চাওয়া হয়েছে।’

পরে তথ্যমন্ত্রীকে সার্কিট হাউজে এক গার্ড অব অনার প্রদান করা হয়। সার্কিট হাউজ থেকে এরপর মন্ত্রী কুষ্টিয়ার মিরপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় জেলা কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা, জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ জাসদ নেতারা উপস্থিত ছিলেন।


জাতীয় বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

“খালেদার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার”
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet