৮৭তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কারে) বাংলাদেশ থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতায় মনোনয়ন দেওয়া হয়েছে খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো ছবিটিকে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান জানান, ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিই বাছাই–প্রক্রিয়ায় অংশ নেয় এবং নয় সদস্যবিশিষ্ট বাছাই কমিটির সিদ্ধান্তক্রমে জোনাকির আলো অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।