প্রধানমন্ত্রী আরো ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া দ্রুত কার্যকর করার নির্দেশ দেন। আজ রোববার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করতে গিয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ নির্দেশনা দেন।
সচিবলায়ে বিভিন্ন মন্ত্রণালয় নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের উন্নয়নে গতি আসে। দেশ এগিয়ে যায়। তিনি সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়েনের তাগিদ দেন।
এরপর প্রধানমন্ত্রী ‘সরকারি কাজে ব্যাবহারিক বাংলা’ ও ‘জনপ্রশাসন নীতিমালা’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মচন করেন।