প্রজাতন্ত্র প্যারেডে ওবামা

---প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে তিনদিনের সফরে ভারত এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা। রোববার সকাল ৯টা ৪০ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরন করেন তারা।প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইন্ডিয়া গেটে পৌঁছেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারতের ৬৬তম এই প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে ইতোমধ্যে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ‘গুগল’ রঙিন ‘ডুডল’ প্রকাশ করেছে।

দিনটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল ৭টা ৫৬ মিনিটে জনগণকে শুভেচ্ছা জানান। সকাল ৯টার দিকে চীনা নেতৃত্ব ভারতকে শুভেচ্ছা জানায়। সকাল ৯টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটে পৌঁছান শহীদদের প্রতি সম্মান জানাতে। সকাল ৯টা ৫৬ মিনিটে প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা রাজপথে পৌঁছান।

উল্লেখ্য, বারাক ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ভারতের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন করবেন। এবং তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি।

এদিকে গতকাল রোববার দিল্লি অবতরনের পর প্রথম মার্কিন প্রেসিডেন্টকে আইটিসি মোর্যায় অভ্যর্থনা জানানো হয় এবং পরে রাষ্ট্রপতি ভবনে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। ‘গার্ড অব অনার’ অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিমানবাহিনীর ‘নারী’ কর্মকর্তা পূজা ঠাকুর। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানানর পর হায়দারাবাদ হাউজে নরেন্দ্র মোদির সাথে এক মধ্যাহ্নভোজ এবং রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। এরপর তারা ওয়াক এন্ড টক-এ অংশ নেন। তারপর এক প্রতিনিধিত্বমূলক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুই নেতা। এই বৈঠকের পরই ভারত-মার্কিন আনবিক চুক্তির বাধাগুলো নিরসনে পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সাথে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতকে মার্কিন সমর্থনের ব্যাপারেও আশ্বাস দেন ওবামা। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে এক নৈশভোজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট।


শীর্ষ খবর বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

প্রজাতন্ত্র প্যারেডে ওবামা
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet