শুক্রবার ছুটিরদিন সকালে রাজধানীর তাঁতীবাজারে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।সকাল সাড়ে ৮টার দিকে সদরঘাট থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয় বলে বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান।
ততোক্ষণে আগুনে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বাসের চালক বাশার শেখ জানায়, ১২ থেকে ১৪ জন যাত্রী নিয়ে সদরঘাট থেকে যাত্রা করেন তিনি। গুলিস্তানের দিকে এগোলে ইংলিশ রোডে পৌঁছানোর পর তাতে আগুন দেয়া হয়। আগুন লাগার পর যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নেমে যান।
দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে বলে ধারণা করছেন তিনি।