বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ঢাকার একটি বাড়ি থেকে গভীর রাতে গ্রেপ্তার করেছে র্যাব, যিনি অবরোধের শুরু থেকেই ‘অজ্ঞাত স্থান থেকে’ নিয়মিত বিবৃতি দিয়ে আসছিলেন।
সর্বশেষ শুক্রবার বিকেল ৫টায় দলের পক্ষে এক বিবৃতিতে অবরোধের পাশাপাশি সারাদেশে রোববার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ওই ঘোষণার ১০ ঘণ্টার মাথায় তাকে গ্রেপ্তার করা হলো।
রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে তাকে আটক করা হয়। - See more at: http://www.thereport24.com/article/84845/index.html#sthash.pscdHPaa.dpuf
রাজধানীর বারিধারার পার্ক রোডের একটি বাসা থেকে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, “পার্ক রোডের একটি বাড়িতে তিনি লুকিয়ে ছিলেন। বাড়ি নম্বর ৯৮।”
ওই বাড়ির মালিকের পরিচয় বা তার পেশা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের বাসাও বারিধারায় একই সড়কে।
৬ জানুয়ারী থেকে লাগাতার অবরোধ চালিয়ে আসছে ২০ দলীয় জোট, দিয়েছে ২ দফা হরতাল। চলছে নাশকতা ও সহিংসতা। এসব কর্মসূচিতে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। দগ্ধ ও আহত হয়েছে অসংখ্য মানুষ।