চলমান অবরোধে আসন্ন এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের যৌথ নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের এসকর্ট করে পরীক্ষার হলে আনা-নেওয়া করবে এবং পরীক্ষার হলে সার্বিক নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।
পুলিশ সদর দফতরে শনিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
আইজিপি বলেন, এসএসসি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনী এসকর্ট করে শিক্ষার্থীদের পরীক্ষার হলে আনা নেওয়া করবে। তবে এক্ষেত্রে জনে জনে আনা নেওয়া করা সম্ভব হবে না। দলবদ্ধভাবে পরীক্ষার্থীদের আনা-নেওয়া করা হবে।
আসন্ন এসএসসি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান শহীদুল হক।
সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান বলেন, “একজন বাবা ও সাধারণ নাগরিক হিসেবে ২০ দলীয় জোটের কাছে আমরা অনুরোধ করব কোমলমতি শিক্ষার্থীদের দিকে তাকিয়ে অবরোধ-হরতাল প্রত্যাহার করুন। নাহলে অন্তত এসএসসি পরীক্ষা হরতাল-অবরোধমুক্ত রাখুন।”