রাজধানীর নিউমার্কেটের সামনে বাসে আগুন দিয়ে পালানোর সময় আবদুর রাজ্জাক নামে এক যুবদলকর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার এসআই মমতাজ আলম বলেন, “আবদুর রাজ্জাক ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তারা নিউমার্কেটের রাফিন প্লাজার সামনে বলাকা পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় রাজ্জাক পুলিশের গুলিতে আহত হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রাজ্জাক জানায়, “তার সঙ্গে আরও ৪ জন ছিল। তারা হলেন- নিউমার্কেট থানা যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর সরদার, সন্তোষ ও জাহাঙ্গীর। তারা ইডেন কলেজের সামনে থেকে বাসে ওঠে। পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করলে পায়ে গুলি লেগে সে আহত হয়।”