সামনে সুযোগ এসেছে: এরশাদ

সোমবার বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুসেইন মুহম্মদ এরশাদ।আওয়ামীলীগ ও বিএনপির সম্মিলিত আন্দোলনে ক্ষমতা হারানো হুসেইন মুহম্মদ এরশাদ চলমান দুই নেত্রীর বিরোধকে নিজের জন্য ‘সুযোগ’ মনে করছেন।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি জোটের লাগাতার অবরোধ এবং সেই দাবি না মানতে আওয়ামী লীগ সরকারের অনড় অবস্থানের মধ্যে সোমবার বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে ‘সুযোগ’ কাজে লাগানোর কথা বলেন তিনি।

এরশাদ বলেন, “এবার একটা সুযোগ এসেছে। জনগণ দুই নেত্রীকে চায় না। আল্লাহও চান পরিবর্তন আসুক। একজনের ব্যর্থতা আর একজনের ক্ষমতার লিপ্সা… আমাদের সামনে সুযোগ এসেছে, এই সুযোগ কাজে লাগাতে হবে।”

ভারত যাওয়ার এক দিন আগে ওই অনুষ্ঠানে এরশাদ বলেন, “আজ অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করা যায় না। কী করে আপনি শান্তি ফিরিয়ে আনবেন। আমি দেখছি দেশের সব ভবিষ্যত অনিশ্চিত। সবারই ভবিষ্যত আজ অনিশ্চিত হয়ে পড়েছে ।”

নরসিংদী জেলার নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “উনি (খালেদা) ৫ তারিখ সমাবেশ করতে চাইলেন, কেন করতে দিলেন না? দেননি ভালো কথা, কিন্তু তার বাড়ির সামনে বালুর ট্রাক রেখে, তাকে তালাবদ্ধ করে আবার লাইমলাইটে নিয়ে এলেন।”

“আপনারাই বিএনপিকে বিরোধী দল হিসেবে সারা জগতে পরিচয় করিয়ে দিচ্ছেন। সারা দেশের পত্রিকায় এখন হেডলাইন খালেদা জিয়া। কেন তাকে এত সুযোগ করে দিচ্ছেন?” প্রশ্ন করেন বিএনপির বর্জনের মধ্যে ভোটে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পাওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সমালোচনাও করেন এরশাদ।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “এ সরকার সব দিক দিয়ে ব্যর্থ। এ সরকার জনগণকে শান্তি দিতে পারছে না। জানমালের নিরাপত্তা দিতে পারছে না। আজ আমরা রাস্তায় চলতে পারি না। আমার সন্তান স্কুলে যেতে পারে না।”

বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী, সুনীল শুভরায়, এম এ হান্নান প্রমুখ।


ছবি ঘর বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

সামনে সুযোগ এসেছে: এরশাদ
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet