গাজীপুরের শ্রীপুরে একটি ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় ট্রেনের পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ আউটার সিগনালে জামালপুরগামী ট্রেনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
কমিউটার ট্রেনের পরিচালক বকুল চন্দ্র কর্মকার জানান, “ট্রেনটির শ্রীপুর স্টেশন থেকে ছাড়ার সঙ্গে সঙ্গে দু’দিকে থেকে দুর্বৃত্তরা ইঞ্জিন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ইঞ্জিনের ওপরে বসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।”