দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট-১০৩ বিমানে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জাফিয়া ও জাহিয়ার পরীক্ষা থাকায় তারা মালয়েশিয়া চলে গেছেন।
গত ২৭ জানুয়ারি মঙ্গলবার বেলা পৌনে ১টায় আরাফাত রহমান কোকোর কফিনের সঙ্গে জাহিয়া রহমান, জাফিয়া রহমান ও তাদের মা শার্মিলা রহমান সিঁথি বাংলাদেশে আসেন।
মালয়েশিয়া রওনা হওয়ার আগে আজ সোমবার সকালে স্বামীর কবর জিয়ারত করতে বনানী কবরস্থানে দুই মেয়েকে নিয়ে যান শার্মিলা রহমান সিঁথি।
এর আগে গতকাল রোববার রাতে দাদি খালেদা জিয়ার কাছ থেকে দুই নাতনি বিদায় নিয়ে নানির বাসায় রাত কাটান। উল্লেখ্য বাংলাদেশে আসার পর থেকে দুই নাতনি গতকাল পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়েই অবস্থান করছিল।
গত ২৪ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর।
যদিও বিএনপি-জামায়াত জোটের লাগাতার চলমান অবরোধের মধ্যেই রোববার থেকে ডাকা ৭২ঘণ্টার হরতালের কারনে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ সোমবার থেকে এসএসসি পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এবারের এসএসসি’র মোট পরীক্ষার্থীর সংখা প্রায় ১৫ লাখ।