কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমায় দগ্ধদের মধ্যে ৬জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৬ জন হলেন - কক্সবাজার জেলার চকরিয়ার কাঁচামাল ব্যবসায়ী মো. হানিফ (৩৫), তার ভাতিজা রাশিদুল ইসলাম (১৭), নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পপকর্ন বিক্রেতা শফিকুল (১৮), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৃষক মো. আরিফ, মানিকগঞ্জের সিঙ্গাইরের জিলকদ আহমেদ (১৮) ও ফারুক (২৩)। হাসপাতালে আসা সামান্য আহত দুজন হলেন- সিঙ্গাইরের শরীফ (২৩) ও আলী হোসেন (২২)।
এদের মধ্যে জিলকদ, ফারুক, শরীফ ও আলী হোসেন চার বন্ধু। তারা কক্সবাজার ভ্রমণ শেষে ফিরে আসার পথে পেট্রোলবোমা হামলার শিকার হন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, “দগ্ধদের মধ্যে রাশিদুল ইসলামের শরীরের ৮০%, শফিকুলের ২৮% ও জিলকদের ২০% পুড়ে গেছে। এ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আশঙ্কামুক্ত।”
কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের পেট্রোলবোমায় সাত যাত্রী নিহত হন। এ ঘটনায় দগ্ধ হন আরও ২০ যাত্রী।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৪০৮০) একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন অবরোধকারীরা।
এতে ঘটনাস্থলেই সাতজন অগ্নিদগ্ধ হয়ে সাত যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে আরো ২৩ জন যাত্রী।