বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, “দুই নাতনিকে পরীক্ষা দিতে মালয়েশিয়ায় পাঠিয়েছেন খালেদা জিয়া। অথচ হরতাল-অবরোধের নামে সহিংসতা করে দেশের ১৫ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন। আপনি দেশের পরীক্ষার্থীদের কথা ভাবলেন না, ভাবলেন শুধু নাতনিদের কথা।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার পৃথক তিনটি মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘হরতাল-অবরোধের প্রতিবাদে’ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ গণতন্ত্র রক্ষা পরিষদ, সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি, নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, “বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি পাকিস্তান। তাই আজ তারা এ দেশকে অস্থিতীশীল করতে জঙ্গিবাদীদের অর্থ দিয়ে সাহায্য করছে। আর তাদের দোসর হিসেবে কাজ করছে খালেদা জিয়া।”
তিনি বলেন, “জনগণ বিএনপির হরতাল-অবরোধকে প্রত্যাখ্যান করেছে। তার পরও একের পর এক মানুষ হত্যা করছে তারা।”
জনপ্রতিরোধের মুখে নাশকতার নেত্রী খালেদার রাজনৈতিক কবর রচিত হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এ সময় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে গুলি করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানান মন্ত্রী।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগ উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটি এর চেয়ারম্যান মো. জাকির হোসেন শেখ প্রমুখ।