বিশ্বজুড়ে চলছে সেলফি জ্বর। এই জ্বরে ভুগতে গিয়ে বিমান ধ্বংসের পাশাপাশি নিজের মৃত্যুও ডেকে আনলেন এক বিমানচালক। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে এমন তথ্যই বেরিয়ে এসেছে। খবর এএফপির।
গত বছরের ৩১ মে যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলসে বিমান দুর্ঘটনার শিকার হয়ে দু’জন নিহত হন। নিহতের মধ্যে ছিলেন সেসনা ১৫০-কে বিমানটির মালিক ও চালক অমৃতপাল সিং (২৯)। এ ছাড়া বিমানটির এক যাত্রীও নিহত হন।
বিমান দুর্ঘটনার তদন্তকারী কর্মকর্তারা মঙ্গলবার জানান, বিমানটি ওড়ার একপর্যায়ে ককপিটে বসে মোবাইল ফোনে সেলফি তোলায় ব্যস্ত ছিলেন এর চালক। এ সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাঠে বিধ্বস্ত হয়।
কর্মকর্তারা আরও জানান, দুর্ঘটনার আগে বিমানটির যাত্রীরাও সেলফি তোলায় ব্যস্ত ছিলেন।
মোবাইল ফোন ও ব্ল্যাকবক্সের তথ্য থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হয়েছেন তদন্ত কর্মকর্তারা।