পশ্চিম আফ্রিকার দেশগুলোতে নিয়ন্ত্রণহীনভাবে বেড়েই চলেছে মরনঘাতি ইবোলা ভাইরাসের সংক্রমণ। পরিস্থিতি বিবেচনায়, এসব দেশগুলোকে বিশেষ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
এদিকে, ইবোলা নিয়ন্ত্রণে তহবিল সঙ্কটের কথা জানিয়ে জরুরিভিত্তিতে সহায়তার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
ইবোলার আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিম আফ্রিকার তিন দেশ সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনি। মারাত্মক ঝুঁকিতে রয়েছে পার্শ্ববর্তী আরও বারোটি দেশ। এসব দেশকে এবার বিশেষ নজরদারির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আক্রান্ত দেশগুলোতে পাঠানো হবে বিশেষ চিকিৎসা দল। তৈরি করা হবে প্রশিক্ষণ শিবির ও ল্যাবরেটরি।
জাতিসংঘ শুরু থেকেই বলে আসছে, ইবোলা নিয়ন্ত্রণে গড়িমসি দেখিয়েছে ধনী দেশগুলো। বৃহস্পতিবার মহাসচিব বান কি মুন জানালেন, জাতিসংঘের ইবোলা বিষয়ক তহবিলে আছে মাত্র এক লাখ ডলার। অথচ একশো কোটি ডলার তহবিল গঠনের আহ্বান করেছিলেন তিনি।
সম্প্রতি পশ্চিম আফ্রিকার বাইরেও কয়েকটি দেশে সংক্রমণ ধরা পড়ার পর, কিছুটা টনক নড়েছে পশ্চিমা বিশ্বের। একদিন আগেই, পশ্চিম আফ্রিকায় বাড়তি সেনা পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মাস ছয়েকের মধ্যেই ভ্যাকসিন তৈরির ঘোষণা দিয়েছে রাশিয়া।
এদিকে, যুক্তরাষ্ট্রে ইবোলা সংক্রমণের ঘটনায়, দায়িত্বে অবহেলার কথা স্বীকার করেছে টেক্সাসের প্রেসবাইটারিয়ান হাসপাতাল । এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন সংক্রমণের প্রথম শিকার থমাস এরিক ডানকান। পরে তাঁকে সেবা দেয়া আরো দুই স্বাস্থ্যকর্মীর দেহেও ভাইরাস ধরা পড়ে। সংক্রমণ ঠেকাতে না পারায়, বৃহস্পতিবার কংগ্রেসের সামনে ক্ষমা চান হাসপাতালের শীর্ষস্থানীয় চিকিৎসক ড্যানিয়েল ভারগা।