বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র ম্যারি হার্ফ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশে চলমান অস্থিরতা ও সহিংসতায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বাস পোড়ানো, দাহ্য বস্তু ছুড়ে মারা, ট্রেন লাইনচ্যুতসহ নানা অযৌক্তিক হামলার মাধ্যমে সাধারণ লোকজনকে হতাহতের নিন্দা জানাচ্ছি।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রাজনৈতিক উদ্দেশে সহিংসতা চালানোর তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের আচরণ সমর্থনযোগ্য নয়।”
চলমান সহিংসতা বন্ধে শেখ হাসিনা সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোকে নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “সব বাংলাদেশীরই শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করে।”