আগামী দিনগুলোতে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আর্থ-সামাজিক সম্পর্ক আরো জোরদার হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতালির দশম আসেম সম্মেলনের প্রথম দিন শেষে বৃহম্পতিবার রাতে দেশটির প্রেসিডেন্ট জর্জো নাপোলিতানোর দেয়া নৈশভোজে অংশ নেন পুতিন ও হাসিনা।
আসেম সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সন্মানে ওই নৈশভোজের আয়োজন করেন ইতালির প্রেসিডেন্ট।
মিলান থেকে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন বিষয়ে কথা হয়।
“আসেম সম্মেলনে অংশ নেয়া সব দেশ দুই অঞ্চলের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে জোর দেবে বলে দুই নেতা আশা প্রকাশ করেন।”
“আগামী দিনগুলোতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তারা।”