রাজধানীর ফার্মগেট এলাকার একটি ছয় তলা ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
শনিবার বিকেল ৪টা ২৩ মিনিটে ভবনটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক ভজন কুমার সরকার জানান, ‘মিরপুর, মোহাম্মদপুর ও হেড অফিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
তবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।