বগুড়া শাজাহানপুর উপজেলার রূপিহার এলাকায় ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও তার সহকারীসহ ৪জন দগ্ধ হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ হামলা চালানো হয়।
দগ্ধ ৪জনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন- ট্রাকের চালক গোলাম মোস্তফা, তাঁর সহকারী আছির উদ্দিন, ট্রাকের দুই যাত্রী আবদুল আজিজ ও জাহাঙ্গীর আলম।
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের রেজিস্ট্রার ডা. শহিদুল্লাহ দেওয়ান জানান, “ট্রাকচালক সহকারী আছির উদ্দিনের অবস্থা খুবই মারাত্মক। তার শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে। এছাড়া ট্রাকচালক গোলাম মোস্তফার শরীরের ২০ শতাংশ এবং আবদুল আজিজ ও জাহাঙ্গীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নান জানান, ‘পণ্যবাহী এ ট্রাকটি বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল।’