জুবায়ের হত্যায় পাঁচ জনের ফাঁসি

৬ জনের যাবজ্জীবন

ফাইল ছবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন এবং দুজনকে খালাস দিয়েছেন অাদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হলেন, আশিক, রাজু, সোহান, হাসান ও আকরাম। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রুপ, তপু, মাজহার, সোহাগ, সেতু ও অভি। আর মামলা থেকে খালাস পেয়েছেন প্লাবন ও মাসুদ।

ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ রায় দেন। মামলা আসামি ১৩ জনের মধ্যে ৬ জনই পলাতক রয়েছে।

২০১২ সালের ৮ জানুয়ারি শেষ বর্ষের পরীক্ষা দিয়ে বের হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পেছনে নিয়ে জুবায়েরকে কুপিয়ে জখম করে ছাত্রলীগের কর্মীরা। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার (নিরাপত্তা) হামিদুর রহমান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৭তম আবর্তনের ১৩ ছাত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মীর শাহীন শাহ পারভেজ।

গত ৩০ জানুয়ারি অভিযুক্তদের মধ্য সাতজনকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল এবং ছয় জনকে দুই বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে হত্যাকাণ্ডের দেড় বছর পর মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

মামলার ১৩ আসামি হলেন- খন্দকার আশিকুল ইসলাম আশিক (প্রাণিবিদ্যা), মো. রাশেদুল ইসলাম রাজু (দর্শন), খান মো. রইছ সোহান (প্রাণিবিদ্যা), জাহিদ হাসান (প্রাণিবিদ্যা), ইশতিয়াক মেহবুব অরূপ (দর্শন), মাহবুব আকরাম (সরকার ও রাজনীতি), নাজমুস সাকিব তপু (প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান), মাজহারুল ইসলাম (ইতিহাস), কামরুজ্জামান সোহাগ (দর্শন), মো. নাজমুল হোসেইন প্লাবন (লোক প্রশাসন), শফিউল আলম সেতু (পরিসংখ্যান), অভিনন্দন কুন্ডু অভি (পরিসংখ্যান) ও মো. মাহমুদুল হাসান মাসুদ (ইতিহাস)। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ৩৭তম আবর্তনের ছাত্র।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল জামিন বাতিল করলে কাঠগড়া থেকে মামলার চার আসামি পালিয়ে যান। তারা হলেন- খন্দকার আশিকুল ইসলাম, খান মো. রইছ, ইশতিয়াক মেহবুব ও মাহবুব আকরাম। আর মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন- রাশেদুল ইসলাম রাজু ও জাহিদ হাসান। পলাতক বাদে বর্তমানে জামিনে থাকা অন্য আসামিরা হলেন- শফিউল আলম, অভিনন্দন কুন্ডু, কামরুজ্জামান সোহাগ, মো. মাহমুদুল হাসান, মাজহারুল ইসলাম, নাজমুস সাকিব ও নাজমুল হোসেইন। এরমধ্যে মাহবুব আকরাম ও নাজমুস সাকিব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


প্রধান সংবাদ বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

জুবায়ের হত্যায় পাঁচ জনের ফাঁসি
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet