লাগাতার অবরোধ ও থেমে থেমে হরতালের ডাক দেওয়া বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যদি চলমান নাশকতা ও সহিংসতার সাথে জড়িত না থাকেন, তাহলে রাস্তায় নেমে এর প্রতিবাদ করার আহব্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি এবং নাগরিক সমাজের পক্ষ থেকে সমঝোতার আহব্বানের বিষয়ে সরকারের অবস্থান জানাতে রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহব্বান করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘চলমান নাশকতা ও সহিংসতার সাথে বিএনপি জামায়াতের নেতা কর্মীরা সরাসরি অথবা তাদের ভাড়াটিয়া লোকজন যে জড়িত, মিডিয়ায় কল্যাণে দেশবাসী সেটা দেখেছে।’
সংলাপের আহব্বান করা বুদ্ধিজীবীদের সমালোচনা করে হাসানুল হক ইনু বলেন, “বুদ্ধিজীবীরা দানব ও মানবকে এক পাল্লায় মাপছেন। তারা খালেদা জিয়ার অফিসে গিয়ে আগুন সন্ত্রাস বন্ধ করতে বলছেন না, উল্টো সংলাপের কথা বলছেন। তারা সংলাপ নিয়ে সরব কিন্তু আগুন নিয়ে নীরব।”
তিনি আরও বলেন, “নাশকতা-অন্তর্ঘাত-সন্ত্রাস-সহিংসতা আর ভুল রাজনীতির জন্য আজ যখন দেশের জনগণ বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে তখন ওই বুদ্ধিজীবীরা বিএনপিকে রক্ষার জন্য সংলাপের নামে বিএনপির হীন কর্মকাণ্ড আড়াল করছে।