বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের প্রাচীরের উপর কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। রোববার দুপুরে কার্যালয়ের চারপাশে বেড়া দেয়ার কাজ শুরু হয়েছে।খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, ‘নিরাপত্তার স্বার্থে নিজস্ব উদ্যোগে কাঁটাতার দিয়ে বেড়া দেয়া হয়েছে।’
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তেজগাঁওয়ের বাইশকুনী পাড়ার অবস্থিত একটি কারাখানা থেকে একটি ট্রাকে করে ১৮ বান্ডিল কাঁটাতার আনা হয়।
উল্লেখ্য, ৬ জানুয়ারী থেকে লাগাতার অবরোধের ডাক দেওয়া বেগম খালেদা জিয়া গত ৩ জানুয়ারি থেকে তার এই রাজনৈতিক কার্যালয়েই থাকছেন। প্রথম দিকে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা ‘অবরুদ্ধ’ খালেদা এখন যোগাযোগ বিচ্ছিন। গ্যাস, ইন্টারনেট, ডিশ সংযোগ ও মোবাইল নেটওয়ার্কের বাইরে রয়েছেন তিনি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পরে সংযোগ দেয়া হয়েছে।