সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ১০ জনকে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধান বিচারপতির সুপারিশক্রমে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ নতুনভাবে ১০ জনকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
নতুন নিয়োগ পাওয়া বিচারকদেরদের মধ্যে রয়েছেন- তিন জেলা জজ এসএম মুজিবুর রহমান, মো. আমীর হোসেন ও মো. ফরিদ আহমেদ শিবলী।
চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী।
এছাড়া সুপ্রিম কোর্টের তিন আইনজীবী খিজির আহমেদ, জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী ও মো. ইকবাল কবির লিটন।
সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই দশজনকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। দুই বছর পর রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী তাদেরকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশর সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে আলোচনার প্রেক্ষিতে তাদেরকে নিয়োগ দিয়েছেন।