ভারতের নির্বাচন কমিশন দিল্লীর বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরুর সব ধরণের প্রস্তুতি শেষ করেছে। কাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটায় রাজধানীর ১৪টি কেন্দ্রে ভোট গণনা শুরু হবে। গণনার সকল প্রক্রিয়া ভিডিওতে ধারণ করা হবে।
সরকারের এক প্রেস রিলিজে বলা হয়, নগরীর ১৪টি স্থানের ৭০টি স্ট্রং রুমে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো রাখা হয়েছে। এসব রুমকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা পদক্ষেপ নেয়া হয়েছে। প্রতিটি রুমের পাহারায় রয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, সশস্ত্র পুলিশ ও স্থানীয় পুলিশ।
নির্বাচনে ৭০টি আসনে মোট ভোটারের ৬৭ দশমিক১৪ শতাংশ ভোট দিয়েছে।
বুথ ফেরত নির্বাচনী জনমত জরিপ অনুযায়ী আম আদমি পার্টি দিল্লীতে সরকার গঠন করতে যাচ্ছে। সুতরাং অরবিন্দ কেজরিওয়াল পুনরায় দিল্লীর মুখ্যমন্ত্রী হচ্ছেন।