হাজারো সমর্থকের সামনে দেওয়া বক্তব্যে কেজরিওয়াল

‘সত্যের জয় হল আজ’

দিল্লি বিধানসভার প্রাথমিক ফল ঘোষণার পর মঙ্গলবাল প্রথমবার সমর্থকদের সামনে বক্তব্য দেন এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সুনিতা।আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “দিল্লির জনগণ আজ এমন কিছু অর্জন করলেন, যাকে চমকপ্রদ বলা যায়। আমি তাদের প্রতি সম্মান প্রদর্শন করি। সত্যের জয় হল আজ।”

দিল্লি বিধানসভার নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার পর আজ মঙ্গলবার দুপুরের দিকে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেজরিওয়াল বলেন, “এটি এএপির জয় নয়; এটি সত্য এবং সততার জয়।”

হাজারো সমর্থকের সামনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “মানুষের সমর্থন-সহযোগিতায় দিল্লিকে এমন এক শহরে পরিণত করবো, যা নিয়ে রাজধানীর ধনী-গরিব সবাই গর্ববোধ করবেন।”

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এএপি প্রধান বলেন, “ভবিষ্যতের ভাবনায় সতর্ক ও সাবধানী হও। যে দল উদ্ধত হয়ে ওঠে, দিল্লির মানুষ ৫ বছর পর তাদের শাস্তি দেন।”

এসময় দুর্নীতি এবং ভিআইপি কালচার অবসানের অঙ্গীকার করেন এই সাবেক কর কর্মকর্তা।

সঙ্গে থাকা স্ত্রী সুনিতার (৪৬) কাধে হাত রেখে তিনি বলেন, “এ আমার স্ত্রী। সে সব সময় আমার পাশে ছিল। যদি সে আমাকে সমর্থন না করতো তবে আমার পক্ষে আজ এখানে আসা সম্ভব হতো না।”

স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এএপি নেতা বলেন, “সুনিতা ভারতের রাজস্ব পরিষেবার (আইআরএস) কর্মকর্তা। পেশাগত কারণে সে আমার কোনো প্রচারণায় অংশ নিতে পারেনি।”

গত ৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত দিল্লি বিধানসভার নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। সর্বশেষ ঘোষিত ফলাফলে ৭০ টি আসনের মধ্যে আম আদমি পার্টি এগিয়ে আছে ৬৭ টি আসনে।

দিল্লি বিধানসভার প্রাথমিক ফল ঘোষণার পর মঙ্গলবাল প্রথমবার সমর্থকদের সামনে বক্তব্য দেন এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়ালএরপরই উচ্ছ্বাস ও অভিনন্দনের বন্যায় ভাসলেন কেজরিওয়াল।

অপরদিকে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি মাত্র ৩টি আসনে এগিয়ে আছে।

২০১৩ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে তাক লাগিয়ে দিয়েছিল রাজনীতিতে নবাগত মুখ এএপি। তবে ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৎকালীন কেন্দ্রের ক্ষমতাসীন কংগ্রেসকে নিয়ে সরকার গঠন করে দলটি। আর মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। কিন্তু সে সময় কংগ্রেস সরকার দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল পাস না করায় শপথগ্রহণের ৪৯ দিনে মাথায় বিধানসভা ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিদেশ বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

‘সত্যের জয় হল আজ’
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet