বাংলাদেশের মূল শক্তি স্পিন। কিন্তু স্পিনাররা সেভাবে সাফল্য না পাওয়ায় হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘৩ জেলায় কনসার্ট’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হতাশা ব্যক্ত করেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘স্পিন ওখানে কোনো কাজ করছে না। শুধু আমাদেরই না, কোনো দলের স্পিনই কাজ করেছে না।’
স্পিন নিয়ে হতাশ হলেও তামিমের বিষয়ে আত্মবিশ্বাসী নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘তামিম ইনজুরি থেকে ফিরে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভাল খেলেছে। তার ফেরাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।’
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা রান পাচ্ছে না। আশা করি, মুশফিক মূল ম্যাচের আগে ফর্মে ফিরতে পারবে। এছাড়া এনামুল-মুমিনুল হকের ভাল খেলাটাও গুরুত্বপূর্ণ দলের জন্য।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারায় হতাশা বিসিবি প্রধানের কণ্ঠে। বলেন, ‘এত কম রান করে আসলে ম্যাচ জেতা সম্ভব নয়। ম্যাচ জিততে হলে অবশ্যই ভাল খেলতে হবে। স্কোরটা আরও বড় করতে হবে। আমার মনে হয়, ৩০০ রানের কম হলে ম্যাচ জেতাটা কঠিন হয়ে যাবে।’