দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালে চলাকালে পেট্রোলবোমায় দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বুধবার সকাল সাড়ে ৯টায় বার্ন ইউনিটে পৌঁছাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
অবরোধ-হরতালের নামে চলমান সহিংসতায় পেট্রোলবোমায় দগ্ধ হয়ে বর্তমানে বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন ৬২ জন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে বার্ন ইউনিট পরিচালক আবুল কালাম নিয়মিত ব্রিফিংকালে এ তথ্য জানান।