ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশপুর উপজেলার জলুলী গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে ফয়েজ উদ্দিন (৪০) ও লেবুতলা গ্রামের মিরাজ মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যাদবপুর কোম্পানি কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান, “ভোর রাতে গরু ব্যবসায়ী ফয়েজ ও আমিরুল লেবুতলা গ্রাম থেকে ৬১ নম্বর মেইন পিলারের অধিন ৬ এস পিলারের পাশ দিয়ে জিরো লাইন অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের উত্তর ২৪ পরগনা জেলার কাশীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই বাংলাদেশি। তাদের লাশ ভারতের ভেতর কাঁটাতারের বেড়ার পাশে পড়ে আছে।”
গিয়াস উদ্দিন জানান, “বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্টা চলছে।”