ভারতের গুজরাটে মোদির নাম ও মূর্তি সংবলিত মন্দির নির্মাণ করা হয়েছে। এ ঘটনায় অসন্তুষ্টি প্রকাশ করে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মোদি তার টুইটার এ্যাকাউন্টে বৃহস্পতিবার সকালে উল্লেখ করেন, “আমার নামে একটি মন্দির প্রতিষ্ঠা করার খবর শুনেছি। এ খবরে আমি মর্মাহত। এটা দুঃখজনক ও ভারতীয় ঐতিহ্যের বিরোধী।”
গুজরাটের রাজকোট গ্রামে মোদির নামে ওই মন্দিরটি নির্মাণ করতে দুই বছর সময় লেগেছে বলে জানিয়েছেন নির্মাতারা। মোদির মূর্তিটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় চার বছর।
মন্দির নির্মাণে অর্থ বিনিয়োগ করা রমেশ উধাঁদ জানান, “মূর্তিটি তৈরি করতে এক লাখ ৬৫ হাজার রুপি ব্যয় হয়েছে। তিন থেকে চার বছর ধরে বিভিন্ন শিল্পীরা মোদির মূর্তি বানানোর চেষ্টা করলেও তা হুবহু হয়নি। অবশেষে ওডিশা থেকে আসা শিল্পীরা তা করতে সক্ষম হন।”
গুজরাটের টানা তিনবারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।