স্প্যানিশ কোপা ডেল রে কাপে টানা ১০ম্যাচ জয়ের রেকর্ড গড়লো বার্সেলোনা।
বার্সা গত রাতে কোপা ডেল রে কাপে সেমিফাইনালের প্রথম লেগের খেলায় ৩-১ গোলে হারায় ভিয়ারিয়েলকে। বার্সার নিজ মাঠ ন্যু ক্যাম্পে খেলার শুরু থেকেই গোলের জন্য প্রতিপক্ষের সিমানায় আক্রমন চালায় মেসি-নেইমাররা। প্রথম গোল পেতে স্বাগতিক দলকে অপেক্ষা করতে হয় ৪১ মিনিটে পর্যন্ত। লুইজ সোয়ারেজ এর বাডিয়ে দেয়া বল ১৬ গজ দূর থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন মেসি। বিরতীর পর খেলার ৪৮মিনিটে ত্রিগুয়েরোজ গোল করে খেলায় সমতা (১-১) আনেন। সমতার এক মিনিট পরই গোল করে কাতালানদের ২-১ গোলে লিড এনে দেন ইনেস্তা।
এরপর গোল ব্যবধান আরো বাড়াতে একের পর এক ভিয়ারিয়েল এর সিমানায় আক্রমন চালায় বার্সার তারকারা। তবে ব্রাজিল তারকা নেইমার পেনাল্টি মিস না করলে আরেকটি গোল জমা হতো বার্সার স্কোর লাইনে। খেলার ৬৪মিনিটে ডিফেন্ডার পিকে গোল পেলে ৩-১ গোলে এগিয়ে যায় বার্সা। শেষ পর্যন্ত আর গোল না হলে ভিয়ারিয়েলের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এদিকে, কোপা ডেল রে কাপে অপর সেমিতে অ্যাথলেটিক বিলবাও ১-১ গোলে ড্র করেছে এসপানিওল এর সাথে।