অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের এবারের ১১তম আসর। চলুন বিশ্বকাপ নিয়ে জেনে নেওয়া যাক কিছু প্রয়োজনীয় তথ্য। বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৯ টি। যার ২৬টি খেলা হবে অস্ত্রেলিয়ায় এবং বাকি ২৩ টি হবে নিউজিল্যান্ডে। খেলা শুরু হবে আজ ১৪ ফেব্রুয়ারি ভোর ৪টায় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে। খেলা শেষ হবে ২৯ মার্চ। মোট ৪৪ দিনব্যাপী হবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় আসরের এই টুর্নামেন্ট। বিশ্বকাপে অংশ নিবে মোট ১৪টি দল। বিশ্বকাপের মোট ভেন্যু ১৪ টি। যার মধ্যে অস্ট্রেলিয়ার ভেন্যু ০৭ টি এবং নিউজিল্যান্ডর ভেন্যু ০৭ টি। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই অংশগ্রহণকারী ১৪টি দল।
গ্রুপ ‘এ’ তে রয়েছে-
১. ইংল্যান্ড,
২. অস্ট্রেলিয়া,
৩. শ্রীলঙ্কা,
৪. নিউজিল্যান্ড,
৫. বাংলাদেশ,
৬. আফগানিস্তান ও
৭. স্কটল্যান্ড।
গ্রুপ ‘বি’ তে রয়েছে-
১. ভারত,
২. পাকিস্তান,
৩. দক্ষিণ আফ্রিকা,
৪. ওয়েস্ট ইন্ডিজ,
৫. জিম্বাবুয়ে,
৬.আয়ারল্যান্ড এবং
৭. সংযুক্ত আরব আমিরাত।
প্রতিবেশি দুই দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ১৪ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো।
অস্ট্রেলিয়ার ভেন্যুগুলো হচ্ছে-
১. অ্যাডিলেড,
২. ব্রিসবেন,
৩. মেলবোর্ন,
৪. ক্যানাবেরা,
৫. হোবার্ট,
৬. পার্থ ও
৭. সিডনি।
নিউজিল্যান্ডের ভেন্যুগুলো হচ্ছে-
১. অকল্যান্ড,
২. ওয়েলিংটন,
৩. ক্রাইস্টচার্চ,
৪. হ্যামিলটন,
৫. নেপিয়ার,
৬. নেলসন ও
৭. ডুনেডিন।
২০১৫ বিশ্বকাপে মোট ম্যাচ ৪৯ টি।
- গ্রুপ পর্বের ম্যাচ ৪২ টি,
- কোয়ার্টার ফাইনাল ০৪ টি,
- সেমি ফাইনাল হবে ০২ টি,
- ফাইনাল ম্যাচ হবে ০১ টি
২০১৫ বিশ্বকাপের প্রাইজ মানি-
- চ্যাম্পিয়ন দল পাবে ৩,৯৭৫,০০০ ডলার
- রানার-আপ দল পাবে ১,৭৫০,০০০ ডলার
- সেমি ফাইনাল হেরে যাওয়া দল পাবে ৬০০,০০০ ডলার
- কোয়ার্টার ফাইনাল হেরে যাওয়া দল পাবে ৩০০,০০০ ডলার
- প্রতি গ্রুপ বিজয়ী দল পাবে ৪৫,০০০ ডলার
- গ্রুপ পর্বে বাদ পড়া দল পাবে ৩৫,০০০ ডলার
- সর্বমোট প্রাইজ মানি ১০,২২৫,০০০ ডলার