ডেভিড মিলার ও জেপি ডুমিনির ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ৩৩৯ রানের বড় স্কোর গড়েছে দক্ষিণ আফ্রিকা। তারা দুজনেই সেঞ্চুরি করেন।রবিবার সকালে নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর। সেই সিদ্ধান্তে প্রাথমিক সাফল্য পেয়েছেন তিনি। জিম্বাবুয়ে ৮৩ রানের মধ্যে তুলে নিয়েছে প্রোটিয়াদের ৪টি উইকেট।
সাজঘরে ফিরেছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (২৫), ফাফ ডু প্লেসিস (২৪), হাশিম আমলা (১১), কুইন্টন ডি কক (৭)।
তবে পঞ্চম উইকেটে বাদ সাধেন মিলার ও ডুমিনি। বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আসেন চালকের আসনে। ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। ৯২ বল থেকে ৭টি চার ৯টি ছক্কার মারে ১৩৮ রান করেছেন মিলার। অপরদিকে ১০০ বল থেকে ৯টি চার ও ৩টি ছক্কার মারে ১১৫ রান করেছেন ডুমিনি।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন কামুঙ্গুজি, চাতারা, পানিয়াঙ্গারা ও চিগুম্বুরা।