আমেরিকান মোশন পিকচার অ্যাকাডেমি পুরস্কার বা অস্কার দেয়া হলো যথারীতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়েই।
অস্কারের এ ৮৭তম পর্বে ব্রিটেনের এডি রেডমেইনে ‘দ্যা থিওরি অফ এভরিথিং’ ছবিতে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ‘স্টিল অ্যালিস’ ছবিতে একজন রোগীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরষ্কার বাগিয়ে নিয়েছেন জুলিয়ান মুর।
সেরা চলচ্চিত্রের খেতাব জিতে নিয়েছে ‘বার্ডম্যান’ এবং সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছেন এ ছবির পরিচালক আলেজান্দ্রো জি ইনারিতু।
এছাড়া এ ছবিটি অস্কার জিতেছে সেরা চিত্রনাট্য ও সেরা চিত্রগ্রহণ ক্যাটাগরিতেও।
চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ চলচ্চিত্রটি।
‘হুইপল্যাশ’ সিনেমায় একজন রাগী শিক্ষকের ভূমিকায় অভিনয় করে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার বাগিয়ে নিলেন জে কে সিমন্স।
এক যুগ ধরে একি সিনেমায় (বয়হুড) একি চরিত্রে অভিনয় করে এবার পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিলেন প্যাট্রিশিয়া আর্কেট।
এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘সিটিজেন ফোর’ জিতে নিয়েছে সেরা তথ্যচিত্রের অস্কার।
বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে পুরষ্কার জিতে নিয়েছেন পোলিশ নির্মাতা পাওয়েল পাওয়েলিকোস্কি, তার সিনেমা ‘আইডা’র জন্য।
৮৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এর উপস্থাপনার দায়িত্বে ছিলেন অভিনেতা নিল প্যাট্রিক হ্যারিস।
সেরার তালিকা | |
মুখ্য অভিনেতা: | এডি রেডমাইনে (দ্য থিওরি অব এভরিথিং) |
সহ-অভিনেতা: | জে কে সিমনস (হুইপল্যাশ) |
মুখ্য অভিনেত্রী: | জুলিয়ান মুর (স্টিল অ্যালিস) |
সহ-অভিনেত্রী: | প্যাট্রিসিয়া আরকেট (বয়হুড) |
অ্যানিমেটেড কাহিনিচিত্র: | বিগ হিরো ৬ |
সেরা ছবি: | বার্ডম্যান অর (দ্য আনএক্সপেক্টেড ভারচু অব ইগনোরেন্স) |
সিনেমাটোগ্রাফি: | বার্ডম্যান অর (ইম্যানুয়েল লুবেজকি) |
পোশাক পরিকল্পনা: | দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (মিলেনা ক্যানোনেরো) |
পরিচালনা: | বার্ডম্যান অর (আলেজান্দ্রো জি ইনারিতু) |
চলচিত্র সম্পাদনা: | হুইপল্যাশ (টম ক্রস) |
বিদেশি ভাষার ছবি: | ইদা (পোল্যান্ড) |
মেকআপ ও হেয়ারস্টাইলিং: | দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (ফ্র্যান্সেস হ্যানন এবং মার্ক কুলিয়ার) |
প্রোডাকশন ডিজাইন: | দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল |
শব্দ সম্পাদনা: | আমেরিকান স্নাইপার (অ্যালান রবার্ট মারে এবং বাব আসমান) |
শব্দ মিশ্রণ: | হুইপল্যাশ |
ভিজুুয়াল এফেক্ট: | ইন্টারস্টেলার |
সঙ্গীত (অরিজিনাল স্কোর): | দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল |
চিত্রনাট্য (অরিজিনাল স্ক্রিন প্লে): | বার্ডম্যান অর |
ডকুমেন্টারি (শর্ট সাবজেক্ট): | ক্রাইসিস হটলাইন: ভেটেরান্স প্রেস ১ |
ডকুমেন্টারি (কাহিনি): | সিটিজেনফোর |
স্বল্প দৈর্ঘ্যের ছবি (অ্যানিমেটেড): | ফিস্ট |
স্বল্প দৈর্ঘ্যের ছবি (লাইভ অ্যাকশন): | দ্য ফোন কল |
সঙ্গীত (অরিজিনাল সং): | সেলমা |
চিত্রনাট্য (অ্যাডাপটেড স্ক্রিন প্লে): | দ্য ইমিটেশন গেম |