গত দুই সপ্তাহের ন্যায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান ৭২ ঘণ্টার হরতাল আরও ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার সকাল পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে ২০ দলীয় জোটের মুখপাত্র ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ হরতালের সময় বৃদ্ধির এই ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল বাড়ানো হয়েছে।
এর আগে, রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে ২০ দলীয় জোট।
এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করছে ২০ দলীয় জোট। সাথে ৬ জানুয়ারী থেকে লাগাতার অবরোধ চলমান আছে, যা আজকে ৫০তম দিন পূরণ করল। যাতে ৭৯ জন মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে দেড় হাজারের অধিক। এছাড়াও প্রায় ৭০০ যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে প্রায় ৬০০ যানবাহন।
একই সঙ্গে বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে-ওয়ার্ডে বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দেন সালাহ উদ্দিন আহমেদ।
বিবৃতিতে বলা হয়, “নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনী সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ, বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, খুন, গুম, অপহরণ, নিরীহ জনগণকে গণগ্রেফতার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের প্রতিবাদ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদ, জনগণের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার দাবি এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতার বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এ সব কর্মসূচি ঘোষণা করা হল।