বিশ্বকাপ দল থেকে বহিস্কার হওয়া জাতীয় দলের পেসার আল আমিন হোসেন মঙ্গলবার অস্ট্রেলিয়া অনেকটা নিরবেই দেশে ফিরলেন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান আল আমিন। এসময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার ওয়াসিম খানকে সঙ্গে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
ভিআইভি গেট এড়িয়ে সাধারণ গেইট দিয়েই বের হন এঈ পেসার। ফলে ভিআইভি গেটে অপেক্ষমাণ মিডিয়া কর্মীরা তার সঙ্গে কোনো কথা বলতে পারেননি।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আল আমিনকে বিশ্বকাপ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে অস্ট্রেলিয়া থেকে সোমবারই দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বিশ্বকাপে আল-আমিনের জায়গায় যুক্ত হয়েছেন শফিউল ইসলাম। তিনি গত সোমবার রাত ৯টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান ধরেছেন।